
শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৬টি ইউনিয়নে চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন দেখে কৃষকের মুখে হাঁসি ফুটেছে।
বর্তমানে প্রতিটি ধান ক্ষেতে শীষ বেরোনোর শেষের দিক। ব্রী-২৮ ধান কাটামাড়াই চলছে। তবে ব্রী-২৮ কোথাও কোথাও বস্টার রোগে আক্রান্ত হয়ে কিছু ধান ক্ষেত অপুরনিয় ক্ষতি হয়েছে। কৃষকের সোনালী ফসল ধান ক্ষেত বাতাসে দোলন খাচ্ছে তা দেখে কৃষকের মনেও মন ভরে উঠছে।
গত কয়েকদিন আগে ঝড়ে কিছুটা ক্ষতির সম্ভাবনা ছিল তা কাটিয়ে গেছে। কয়েকদিন থেকে রোদ থাকায় ধান ক্ষেতের বেশ উপকার হয়েছে। কৃষকরা বলেন, ধান শীষ বেরোনোর সময় টানা বৃষ্টিপাত হলে ক্ষেতে পোকার আক্রমন বেরে যায় এবং ধানও তেমন সতেজ হয় না। আগামী ১৫/২০ দিনের মধ্যে ধান কাটা মাড়াই শুরু হবে বলে জানিয়েছেন কৃষকরা। যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় তা হলে সোনার বাংলাদেশে সোনালী ফসলে ভরে যাবে রৌমারীর কৃষকের গোলা ভরা ধানে।
এদিকে কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল্যাহ আল ফয়সাল বলেন, রৌমারী উপজেলায় এবার বোরো মৌসুমে বিভিন্ন জাতের হাইব্রীড ধান ৯হাজার ৮শ’১০হেক্টর জমিতে ফসল অর্জিত হয়েছে। জমিতে বর্তমানে ফলনের চেহারা অনেকটা ভাল। সামনে আবহাওয়া অনুকুলে থাকলে কৃষকের বোরাধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
কৃষকরা বলেন, কৃষি ক্ষেত্রে খরচ অনুপাতে আমরা বাজার দর পাচ্ছি না। উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট কৃষকের দাবী ধানের বাজার মূল্য বৃদ্ধি করে কৃষকগণকে এগিয়ে নেয়া আবশ্যক।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।