
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে গতকাল বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বিভিন্ন প্রজাতির গাছ ও ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
১৬ এপ্রিল (মঙ্গলবার) রাত সোয়া ১টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, চরশৌলমারী, বন্দবেড়, রৌমারী, শৌলমারী ও যাদুরচর ইউনিয়নের উপর দিয়ে এ কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে প্রায় ৮শতাধীক ঘরবাড়ি, অগনিত বিভিন্ন প্রজাতির গাছ, ২২ হেক্টর কলাবাগান ও ৬০ হেক্টর ভুট্টাসহ জমির নানা ফসল নষ্ট হয়ে যায়।
রৌমারী উপজেলার ৬টি ইউপি চেয়ারম্যানগণ জানান, গতকালের প্রচন্ড ঝড়ে কৃষকের কলা বাগান, ধানক্ষেত, ভুট্টা, শাকসবজি, গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
রৌমারী উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, এর আগে ঝড়-বৃষ্টিতে ও গতকালের কালবৈশাখী ঝড়ে ৬০ হেক্টর ভুট্টা ও ২২ হেক্টর কলা বাগানসহ ঘরবাড়ির কিছু ক্ষতি হয়েছে। ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমান উর্দ্ধতন কর্র্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।
⇘সংবাদদাতা: শফিকুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।