
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে স্কুল ফিডিং কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে বুধবার দুপুরে জেজেকেএম গালর্স হাই স্কুল এন্ড কলেজ হল রুমে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মায়মনসিংহ প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক আনোয়ার হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্কুল ফিডিং সহকারী প্রকল্প পরিচালক এ কে এম রেজাউল করিম,মোহাম্মদ আবু সাইদ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম,সহ:জেলা শিক্ষা অফিসার মোহাম্মাদ শহীদুজ্জামান,উন্নয়ন সংঘের পরিচালক নারায়ন চন্দ্র দাস।
অন্যানের মধ্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কারুজ্জামান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনিরুজ্জামান,স্কুল ফিডিং প্রোগামের এমআর ও তাহেরুল ইসলাম বক্তব্য রাখেন।
সভায় প্রাথমিক বিদ্যালয়,স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান এবং এসএমসি’ সভাপতি উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।