
গাইবান্ধা জেলা প্রতিনিধি: ফেনীর মাদ্রাসা ছাত্রী নুশরাত জাহান রাফি হত্যার বিচার ও সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বন্দরে বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সাংস্কৃতিক জোট জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সাংস্কৃতিক সংগঠন ও সিপিবির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি প্রভাষক আব্দুর রাজ্জাক রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিপিবির জেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, মাজেদুল হাসান প্লাবন, উদীচীর প্রভাষক তপন কুমার বর্মণ, আব্দুর রউফ মিয়া, সুমন কুমার বর্মণ, নয়ন কুমার সরকার প্রমুখ। বক্তারা অবিলম্বে নুশরাত জাহান রাফি হত্যাকারিদের দৃষ্টান্তমূলক বিচারসহ সকল যৌন নিপীড়ন ও হত্যার বিচারের দাবী জানান।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।