
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে ২৮৩ জন দুস্থ মাতার মাঝে ভিজিডি কার্ডের জানুয়ারী, ফেব্রæয়ারী ও মার্চ মাসের বরাদ্দকৃত পুষ্টি সমৃদ্ধ চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ চত্ত¡রে এই চাল বিতরনের উদ্বোধন করেন উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশিদ সেলিম।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা আনোয়ারা বেগম, ইউপি সদস্য লিটন মিয়া, বাদশা মিয়া, আব্দুল কাদের, মহিলা সদস্য রেশমা খাতুন, আছিয়া খাতুন প্রমুখ।
উল্লেখ্য প্রতিজন দুস্থ মাতার মাঝে ৩০ কেজি ওজনের ২ বস্তা সাধারণ চালের সাথে ১ বস্তা করে পুষ্টি সমৃদ্ধ চাল দেওয়া হয়। ভিজিডি তালিকাভুক্ত মাতারা ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ইউনিয়ন পরিষদ থেকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল উত্তোলন করবেন।
⇘সংবাদদাতা: ধুনট প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।