
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ৪শ গরীব ও দরিদ্র শিশুর জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে তাদের মাঝে বিনামূল্যে বালতি ও ছাতা বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ঠাকুরগাঁও এপির আয়োজনে সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম ( বিডি হলে) শিশুদের এ জন্মদিন অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নূর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জাবেদ আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী।
অনুষ্ঠানের শুরুতে অকিতথিরা উপস্থিত শিশুদের নিয়ে বেলুন ওড়ান এবং কেকে কেটে শিশুদের খাওয়ান। এ সময় অতিথিরা একসাথে এতো শিশুর জন্মদিন পালন করার জন্য ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান এবং এসব শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য আরো ভালো উদ্দোগ গ্রহনের কথাও বলেন । পরে অতিথিরা জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত শিশুদের হাতে উপহার স্বরুপ বালতি ও ছাতা তুলে দেন।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।