
মধুপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী বাসস্ট্যান্ডের পানসীতরী হোটেলের নীচ থেকে মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম (৩০) কে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। সে কিসামত ধনবাড়ীর মহর আলীর ছেলে।
ধনবাড়ী থানার এসআই মো. হান্নান জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ধনবাড়ী বাসস্ট্যান্ডের পানসীতরী হোটেলের নীচ থেকে গ্রেফতার করি।
এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
⇘সংবাদদাতা: মধুপুর প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।