
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : ‘সকল অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’ এই মর্মবাণীকে বুকে ধারণ করে মাদ্র্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ও হত্যা ঘটনায় জড়িত সকলের সব্বোর্চ শাস্তির দাবিতে বুধবার দুপুরে বগুড়া শহরের সাত মাথায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়ার সম্মিলিত সাংস্কৃতিক জোট।
মানববন্ধন কর্মসূচি থেকে নেতৃবৃন্দ নুসরাতের হত্যাকারিদের সর্ব্বোচ শাস্তির দাবি করেন। বক্তারা নিউজিল্যান্ড ও শ্রীলংকায় হতাহতের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জোটের সহ সভাপতি মতিয়ার রহমান, আসাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক এসএম বেলাল হোসেন, অর্থ সম্পাদক রবিউল আলম অশ্র, দপ্তর সম্পাদক এইচ আলিম, সাবেক কাউন্সিলর টিপু সুলতান, কলেজ থিয়েটারের নাট্যকর্মী ওসমান গনি, বগুড়া লেখক পরিষদের সভাপতি সুকুমার দাস, জুয়েলুর রহমান, রাশেদুল হক, বিশ^জিৎ বসাকসহ জোটবুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।