
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-২ (এনএটিপি) এর আওতায় উন্নত ব্যবস্থাপনায় মুরগী পালনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে সোমবার দুপুর ১২ টায় বাট্টাজোড় ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উক্ত মাঠ দিবসে এনএটিপি-২ প্রকল্পের সার্বিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল।
এ সময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল বলেন উন্নত ব্যবস্থায় মুরগী পালন করলে আর্থিক লাভবান ও মাংসের চাহিদা পূরণ করা যায় তাই তাদের বেশি বেশি মুরগী পালনের উপর জোর দেওয়ার আহবান জানান।
তিনি মুরগী পালনে প্রযুক্তির ব্যবহার, রোগ চিহ্নিত করন, রোগ প্রতিরোধে টিকা প্রদান , খামার ব্যবস্থাপনা, মুরগীর ঘর নির্মাণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মাঠ দিবসে স্থানীয় এলাকার নারীরা অংশ গ্রহন করেন।
⇘সংবাদদাতা: বকশীগঞ্জ প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।