
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : কক্সবাজারে চিকিৎসকদের ওপরে হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল চত্বরে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলের দাবিতে এই কর্মসূচির আয়োজন করেন হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকবৃন্দ।
গত ৪ এপ্রিল কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকদের ওপরে হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে ইন্টার্ণ চিকিৎসকরা। তারই অংশ হিসেবে রবিবার বেলা ১২টায় বগুড়া শজিমেক হাসপাতাল চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বগুড়া শজিমেক হাসপাতাল ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সভাপতি ডা. রিয়াদ আহমেদ মীর, সাধারণ সম্পাদক ডা. জিয়া উদ্দিন আহমেদ, ডা. কাদের জামান শুভসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অবিলম্বে ওই হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেইসঙ্গে চিকিৎসকরা কর্মস্থলে যেন নিরাপদে কাজ করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। আগামীতে কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচি পালন করারও ঘোষণা দেন তারা।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।