
সেবা ডেস্ক: ঘোড় দৌড় গ্রাম বাংলার ঐতিহ্য খেলা। বাংলা বর্ষের বৈশাখ এলেই বর্ষবরনের নানা অনুষ্ঠান মালার মধ্যে বাড়তি আনন্দ জোগাতে ঘোড় দৌড়ের আয়োজন করা হয়। এবারেও তার ব্যপ্ত্যয় ঘটেনি।
বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে প্রতি বছরের মতো এবারও গ্রামবাসী আয়োজন করেছে ঘোড় দৌড়। ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া নিয়ে আসেন প্রতিযোগিরা। রোববার বিকেলে উপজেলার মোকনা ইউনিয়নের লাড়–গ্রাম খেলার মাঠে ১৬ তম বাৎসরিক এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আযোজন করা হয়।
মোকনা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান খান কোকার সভাপতিত্বে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলাল, অনুষ্ঠান উদ্বোধন করেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান (মহিলা) ছামিনা বেগম শিপ্্রা, ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, মো. আব্দুল কুদ্দুস মিয়া, মো. আবু হানিফ খান, শফিকুল ইসলাম খান প্রমুখ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।