
সেবা ডেস্ক: “হে লৌহিত্য আমার পাপ হরণ করো’- এই মন্ত্র উচ্চারণ করে সনাতন(হিন্দু) ধর্মাবলম্বীরা আজ ১৩ এপ্রিল শনিবার টাঙ্গাইলের ভুঞাপুরের যমুনা নদীতে অষ্টমী স্নান করছেন। এর মাধ্যমে জাগতিক সংকীর্ণতা ও পঙ্কিলতার আবরণে ঘেরা জীবন থেকে পাপ মুক্ত হবেন এমনটাই বিশ্বাস নদে স্নান করতে আসা হাজার হাজার পূর্ণ্যাথীদের।
শনিবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীর খানুরবাড়ি যমুনা নদীতে স্নানোৎসবে শত শত পূর্ণ্যাথীর ঢল নেমেছে।
স্নান উপলক্ষে স্নানোৎসব কমিটি পূর্ণ্যাথীদের সেবা দিতে বিভিন্ন ক্যাম্প স্থাপন করেছে। এসব ক্যাম্প থেকে পূণ্যার্থীদের রান্না করা খাবার, স্নান ঘাটে কাপড় পাল্টানোর পর্যাপ্ত ব্যবস্থা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়। টাঙ্গাইলসহ পাশ্ববর্তি জেলা সিরাজগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা স্নান করতে যমুনা নদে আসেন।
স্নান উৎসবকে কেন্দ্র করে স্নান ঘাটে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।