
ভূঞাপুর প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় শত শত ভক্তদের গান গেয়ে মন মাতিয়েছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী এন্ড্রু কিশোর। গতকাল শুক্রবার রাতে ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মাঠে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য, নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি গান পরিবেশ করেন।
এসময় তিনি অনেকগুলো গান ভক্তদের জন্য পরিবেশন করেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের সফরসঙ্গী শিল্পী ছন্দাসহ স্থানীয় অনেকেই গান পরিবেশন করে।
উপজেলা অফিসার্স ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনজীর আহম্মেদ, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ও আলিফ নুর মিনি প্রমুখ।
গান শেষে অফিসার্স ক্লাব পক্ষ থেকে এমপি ও নবনির্বাচিত চেয়ারম্যানদের হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দেয়া হয়।
⇘সংবাদদাতা: ভূঞাপুর প্রতিনিধি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।