
সেবা ডেস্ক: আবারো ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনায় ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। বর্তমানে পুরো এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা। খবর- এনডিটিভি।
নিহতরা সবাই লস্কর-ই-তৈয়্যেবার সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৩ সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন।
জানা যায়, রোববার সারারাত ভারতীয় নিরাপত্তা বাহিনী পুলওয়ামা জেলার লসিপোরায় অভিযান চালায়। এ সময় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তুমুল গোলাগুলি হয়। পরে ঘটনাস্থলে প্রচুর গোলাবারুদ উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনী।
প্রসঙ্গত, পুলওয়ামাতে গেল ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলায় ৪৯ জন ভারতীয় সেনা নিহত হন। এই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এরপর থেকেই পুরো কাশ্মীরে থমথমে অবস্থা বিরাজমান।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।