সেবা ডেস্ক:
ওয়াসিম হায়দার:
জিয়াউল হক চৌধুরী বাবুল (আনারস) বেসরকারীভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্তভোট ৩৪ হাজার ৩৩৭। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি খোরশেদ আলম চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৫৬০ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে টিউবওয়েল প্রতীকে নির্বাচিত হয়েছেন এম. ইব্রাহিম কবির। তিনি পেয়েছেন ২১ হাজার ৪শ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এম এস মামুন (চশমা) পেয়েছেন ১৮ হাজার ৪৬১ ভোট।
নারী ভাইস চেয়ারম্যান পদে কলসী প্রতীকে জেসমিন আক্তার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩১২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জেসমিন আক্তার (ফুটবল)। প্রাপ্ত ভোট ১৭ হাজার ৬৮১ ভোট


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।