
সেবা ডেস্ক: সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করে রোববার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মামলার এজহারভুক্ত আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন শামীম।
আদালতটি দুপুর ২টা ৫৫ মিনিট থেকে রাত পৌনে ১টা পর্যন্ত তা চলে।
১টা ৫ মিনিটে পিবিআই’র স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনের এএসপি তাহেরুল হক চৌহান সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, পিবিআই এ মামলার দায়িত্ব পাওয়ার চার দিনের মধ্যে যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের আইনের হাতে সোপর্দ করেছি। তদন্তকারী কর্মকর্তা আইনের মধ্যে থেকে আদালতের কাছে তাদের হাজির করেছেন। আদালত দীর্ঘ সময় ধরে তাদের সিআরপিসির ১৬৪ ধারায় জবানবন্দিতে পরীক্ষা-নিরীক্ষা ও জিজ্ঞাসা করেছেন। আসামি দুজন আদালতের কাছে তাদের স্বীকারোক্তি দিয়েছেন। তারা পুরো বিষয়টি জানিয়েছেন। কিভাবে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, কারা ঘটিয়েছে, কোন আঙ্গিকে ঘটিয়েছে, বিষয়গুলো এসেছে। দ্রুত আপনারা জানবেন।
তিনি বলেন, আসামিরা অপরাধ স্বীকার করেছেন, হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এখানে কয়েকজন সংশ্লিষ্ট ছিল, পরিকল্পনায় অংশ নিয়েছে। তারা জেলখানা (সিরাজ উদ-দৌলা) থেকে হুকুম পেয়েছেন।
পিবিআই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১৩ জনের নাম এসেছে। এছাড়া বিচ্ছিন্নভাবে কিছু নাম এসেছে। আমরা যাচাই-বাছাই ও অন্যান্য তথ্য-উপাত্ত খতিয়ে দেখে সে বিষয়ে নিশ্চিত হতে পারবো।
চৌহান বলেন, হত্যাকান্ডের সঙ্গে সরাসরি জড়িত যে চারজন তাদের সবাইকে গ্রেফতার করতে পারিনি। দুজন গ্রেফতার আছে। বাকি দু জনকে গ্রেফতারে অভিযান চলছে। যেকোনো সময় একটি ভালো খবর দিতে পারবো।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।