
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি: মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে প্রগতিশীল ছাত্র জোট ও নারী যোগাযোগ কেন্দ্র সহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে অসংখ্য মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসহুরা বেগম, নারী কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সেতারা বেগম, নারী যোগাযোগ কেন্দ্রে আহŸায়ক মৌসুমী রহমান, সমাজ কর্মী নাজমিন বেগম প্রমুখ।
বক্তারা বলেন, মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এতে গোটা দেশে ক্ষোভের সঞ্চার হয়েছে। এই নিমর্ম হত্যাকান্ডের সাথে যারা জড়িত রয়েছেন; তাদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।