
সেবা ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোটের শোচনীয় পরাজয়ের পর একে একে বেরিয়ে আসতে শুরু করেছে গোপন সব তথ্য। তারই ধারাবাহিকতায় নেতাদের বিক্রি হওয়ার তথ্য দিয়েছেন নির্বাচন কালীন ২০ দলীয় জোটের সমন্বয়ক পদে থাকা বিএনপির অন্যতম মিত্র লিবারেল ডেমোক্রেটিক বাংলাদেশ (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নেতারা সরকারের কাছ থেকে অর্থের বিনিময়ে আঁতাত করেছে এবং এর তথ্য তার কাছে আছে বলে দাবি করেছেন অলি আহমদ। তিনি বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২০ দলীয় জোটের যেসব নেতারা ড. কামাল সাহেবের সঙ্গে আছেন তাদের অনেকে সরকারের কাছ থেকে পয়সা নিয়েছেন। এমনকি কোন বাসায় বসে পয়সা নিয়েছেন, কে কে নেগোশিয়েশনে ছিলেন-সেসব তথ্যও আমার কাছে আছে।
শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. কামাল হোসেনসহ তাদের অনুসারী নেতাদের বিরুদ্ধে সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ ওঠে। সেই অভিযোগকে খতিয়ে দেখতে এলডিপির পক্ষ থেকে গোপনে একটি অনুসন্ধানী দল গঠন করা হয়। ধারণা করা হচ্ছে, ওই অনুসন্ধান দলের তথ্যের ভিত্তিতেই অলি আহমদ জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় নেতাদের অর্থের কাছে বিক্রি হওয়ার তথ্য জানিয়েছেন।
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সংস্কারপন্থী স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, অর্থ নিয়ে আঁতাত করার অভিযোগ তো বিএনপিতে নতুন নয়। এর আগেও বিভিন্ন নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে এবং তা প্রমাণও হয়েছে। কিন্তু বিভিন্ন সময় ওঠা ওইসব অভিযোগের বিরুদ্ধে দল কখনোই কোনো ব্যবস্থা নেয়নি। যার ফলে নেতারা দলের কথা চিন্তা না করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। এটি হয়তো ধীরে ধীরে প্রকাশ পাবে। কিন্তু দলের এমন পরিস্থিতিতে তা প্রকাশ পেলে দলেরই ক্ষতি হবে সবচেয়ে বেশি।
তিনি আরও বলেন, কর্নেল অলি বিএনপির শরিক হয়ে যেসব তথ্য দিয়েছেন, তা বিএনপির অন্য নেতারা প্রকাশ করতে পারছে না কেবল দলের ভারসাম্য রক্ষার স্বার্থে। তবে বিষয়টি মোটেই সুখকর নয়। কেননা, বিএনপির বাঘা বাঘা নেতাদের বিরুদ্ধে সরকারের সঙ্গে আঁতাত করার তথ্য উঠে এসেছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।