গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
গাইবান্ধায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
গাইবান্ধা জেলা প্রতিনিধি :সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা সহ সকল উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা- ২০১৯ সফলের লক্ষে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ তোফায়েল হোসেন।

তিনি বলেন, সরকারের সিদ্ধান্তক্রমে সারাদেশে একযোগে ১০ ই এপ্রিল থেকে সপ্তাহ ব্যাপী ”ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা- ২০১৯” উপলক্ষে নানমুখী পদক্ষেপ ও কর্মসূচী গ্রহন করা হয়েছে। এর মধ্যে জনসাধারণেন সুবিদার্থে প্রত্যেক উপজেলা, ইউনিয়ন ও পৌর ভূমি অফিস চত্বরে ”ভূমি সেবা ক্যাম্প” স্থাপন করা হবে। এ উপলক্ষে বুধবার ১০ ই এপ্রিল সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে গাইবান্ধা শহরের উদ্বোধনী র‌্যালী বের করা হবে।

প্রেস কনফারেন্সে এসময় উপস্থিত ছিলেন আর ডি সি বীর বাহাদুর আমীর হামজা,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা- ২০১৯ সফল করার লক্ষে সকলকে আন্তরিক সহযোগীতার আহবান জাননো হয়। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১২ টি ষ্টল নিয়ে মেলা অনুষ্ঠিত হবে।প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ভূমি সংক্রান্ত সেবা প্রদান করা হবে।


⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top