
সেবা ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়ার গ্রামের মো. মবিন-আয়শা খাতুন পরিবারের উদ্যোগে ও লন্ডন প্রবাসী মো. মবিন-আয়শা খাতুন পরিবারের অন্যতম সদস্য সাজেদা হোসেন মুন্নির সার্বিক ব্যবস্থাপনায় শনিবার সকালে ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের শিক্ষায় মনোযোগি করার লক্ষ্যে উক্ত প্রতিষ্ঠানের দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি (নগদ অর্থ) প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহাবুল আলম দুলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মো. মবিন-আয়শা খাতুন পরিবারের সদস্য খন্দকার কামরুন নাহার, সাজেদা হোসেন মুন্নির, মো. জিয়া আরফিন নিপুন, সামছুর রহমান, এইচ খান বাদল, ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মাহমুদ বকস, ধুবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান প্রমুখ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।