
সেবা ডেস্ক: টাঙ্গাইলে স্বামীকে সামনে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত তিন জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও তিনজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক সুমন কুমার কর্মকার আসামীদের জবানবন্দি শেষে অন্যদের রিমান্ড মঞ্জুর করেন।
ধর্ষনের ঘটনায় জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় নাগরপুর উপজেলার ধুবরিয়া এলাকার মৃত মজনু মিয়ার মো. মফিজ (২১), কোদালিয়া এলাকার রবিকুল ইসলামের ছেলে তানভীরুল ইসলাম তাসিন (২২) ও দেওলা এলাকার আল বেরুনীর ছেলে ইব্রাহিম ইবনে আলবেরুনী (২০)।
এছাড়া শহরের কোদালিয়া এলাকার আলম মিয়ার ছেলে ইউসুফ রানা (২৫), একই এলাকার রশিদের ছেলে মো. রবিন (২৫) ও দেওলা এলাকার আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২১) কে তিনদিনের রিমান্ড দেওয়া হয়েছে।
এরআগে দুপুরে ধর্ষিতার স্বামী বাদি হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে কাজ শেষে শ্বশুরবাড়ি কালিহাতী উপজেলার আউলটিয়ায় বেড়াতে যায়। শ্বশুরবাড়ী থেকে মির্জাপুরে যাওয়ার উদ্দেশে সিএনজি যোগে কালিহাতীর এলেঙ্গা ও বাসযোগে রাত সাড়ে ১০ টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ডের নাভানা সিএনজি পাম্পের সামনে বাসের জন্য অপেক্ষা করতে থাকে।
এমতাবস্থায় আসামীরা কৌশলে গৃহবধু ও তার স্বামীকে ওই গৃৃৃহবধুর স্বামীকে একটু দূরে নিয়ে চর থাপ্পড় মারতে থাকে এবং একটি মোবাইল ফোন ও ১ হাজার ২ শ টাকা ছিনিয়ে নেয়। পরে বিষয়টি স্ত্রী দেখতে পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে জোর পূর্বক সিএনজি পাম্পের পিছনে নিয়ে যায়। পরে আসামীরা ওই গৃহবধুকে তিনটি স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।