
নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে এক মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রীকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগ করেছে তার পরিবার। ঘটনার পর থেকেই দুই যুবক পলাতক রয়েছে।
উপজেলা সদর ইউনিয়নের রনবাঘা কৈগাড়ীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গত মঙ্গলবার রাতে মেয়ের বাবা বাদী হয়ে ওই গ্রামের কাওছার আলী (১৯) ও হাসু মিয়ার (২২) নামে থানায় অভিযোগ করেন।
মেয়েটির বড় বোন বলেন, গত শনিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করছিল। এ সময় পূর্বপরিচিত উপজেলার সদর ইউনিয়নে কৈগাড়ী গ্রামের কাওছার আলী (১৯) ও হাসু মিয়ার (২২) বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে ভ্যানে তুলে নেয়। পরে মাঠের মধ্যে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক দুজন মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে। লোকলজ্জা ও ভয়ে মেয়েটি প্রথমে এ ঘটনা পরিবারকে জানায়নি। কিন্তু পরে সে তার মার কাছে তা প্রকাশ করে।
মেয়েটির সৎবাবা ইয়াছিন আলী বলেন, লম্পট কাওছারের বাবা এ ঘটনায় মামলা না করতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন এবং মিমাংসার কথাও বলছেন। এরপরেও বিচারের দাবিতে তিনি থানায় অভিযোগ করেছেন। নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে অভিযোগ করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
⇘সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।