
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ি এরশাদ গ্রেফতার হয়েছে। ২৪ এপ্রিল বুধবার সকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম এএসআই শওকতের নেতৃত্ব গোবিন্দগঞ্জ পৌরসভাধীন পশ্চিম চারমাথা এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী ১। এরশাদ আলী (২৮) কে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১। এরশাদ আলী (২৮) গোবিন্দগঞ্জ উপজেলার বর্ধনকুঠির গ্রামের মৃত এজবর আলী ছেলে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৯১৫০০/=টাকা। গ্রেফতারকৃত এরশাদের পুর্বেও আরোও ৩ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। ইয়াবাসহ গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
⇘সংবাদদাতা: গাইবান্ধা জেলা প্রতিনিধি
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।