
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের সায়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গুলিতে শরিফুল ইসলাম শরিফ (২৫) নামে এক চিহ্নিত ডাকাত আহত হয়ে হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যু হয়েছে।
তাকে গুলিবিদ্ধ অবস্থায় আটকের পর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রোববার (৭ এপ্রিল) ভোরে সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চ সারটিয়া এলাকায় (বেলকুচি-সয়দাবাদ) আঞ্চলিক সড়কে এ অভিযান চালায় পুলিশ।
শরিফুল ময়মনসিংহ জেলা সদরের হাসমত আলীর ছেলে। তিনি সারটিয়ায় তার মামার বাড়িতে বসবাস করেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস আহমেদ জানান, একটি সংঘবদ্ধ ডাকাতদল দীর্ঘদিন ধরে সয়দাবাদ-বেলকুচি আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যবসায়ীদের মালামাল লুট করতো। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে সারটিয়া এলাকায় অভিযান চালানো হয়। ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ গুলিবর্ষণ করলে ডাকাতদল দ্রুত পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় শরীফুলকে আটক করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ডান পায়ের হাঁটুর উপর গুলিবিদ্ধ হয়েছির। তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যু হয়।
শরীফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলেও জানান তিনি।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।