
সেবা নিউজ ডেস্ক: অগ্নিকান্ডের খবর প্রচারে গণমাধ্যমকে আরো দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার গণভবনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আগুনের ঘটনা যখন গণমাধ্যম সরাসরি সম্প্রচার করে, এ বিষয়ে তখন সাধারণ মানুষের আগ্রহ বেড়ে যায়। তারা এসে ভিড় জমায়। এতে করে উদ্ধারকাজে সমস্যায় পড়তে হয়। এ জন্য গণমাধ্যমকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিৎ।
আওয়ামী লীগ সভাপতি বলেন, আগুন লাগলে কেনো আপনারা ভিড় জমান! এদের কারণে ফায়ার সার্ভিস ঠিকমতো কাজ করতে পারে না। আগুন লাগলে সেখানে গিয়ে একটা সেলফি তুলে। এখানে ছবি তোলার কি আছে! সেলফি না তুলে এক বালতি পানি দিলেও আগুন নিভে। আগুন নেভানোর চেষ্টা করুন, উদ্ধার কাজে অংশ নেন। তা না করে সেলফি তোলে। আমি অবাক হয়ে যাই।
এ সময় নিজে নির্দেশ দিয়ে আইনজীবীর মাধ্যমে রাস্তা থেকে লোকজন সরিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানী ঢাকার বুকে পানির সমস্যার দিকে আলোকপাত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়িওয়ালাদের একটি করে জলাধার রাখার পরামর্শ দেন। যাতে করে অগ্নিদুর্যোগ মোকাবিলায় খুব একটা বিপাকে পড়তে না হয়।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।