
সেবা ডেস্ক: পদ পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করার দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকসস) ও বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতির উদ্যোগে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট ক্লাবভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও তা বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
৬৪টি জেলা থেকে কালেক্টরেট ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ৩য় শ্রেণির কর্মচারীরা সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা সব বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করার জন্য সরকারের কাছে দাবি জানান।
এতে বক্তারা বলেন, তাদের দাবিকৃত পদ-পদবি ও বেতন স্কেল সমন্বয় সংক্রান্ত প্রস্তাবের সার সংক্ষেপে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে ১৯জুন অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর এ অনুমোদন ২০১৮ সালে ২৩ এপ্রিল প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।
তারা বলেন, ২০১৮ সালে জেলা প্রশাসক সম্মেলনের মাধ্যমে মাঠ প্রশাসনে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের বেতন গ্রেড অনুযায়ী প্রতিটি পদের নাম পরিবর্তন, অথবা মাঠ প্রশাসনে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের সচিবালয়ের কর্মচারীদের ন্যায় পদোন্নতির বিষয়টি মন্ত্রী পরিষদ বিভাগের কার্য বিবরণীতে স্বল্প মেয়াদী ১ নম্বর ক্রমিকে ও মধ্য মেয়াদী ১ নম্বর ক্রমিকে লিপিবদ্ধ করা হয়। তা বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছিল, কিন্তু বাস্তবে এর কোনো প্রতিফলন হয়নি।
নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বাকসস এর নেতারা
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মো. আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল বারেক মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুছা খান ,অর্থ সম্পাদক হুমায়ন কবীর, মনিরুজ্জামন মিয়া ও লিটন হাওলাদার প্রমুখ।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।