
সেবা ডেস্ক: টাঙ্গাইল সদরে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ১২ এপ্রিল শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের ডিসি লেকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
ধর্ষণের শিকার ওই নারী জানান, রাতে তার স্বামীকে নিয়ে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকায় এলে কয়েক যুবক তাদের ধরে নিয়ে ডিসি লেকে নিয়ে যায়। পরে স্বামীর সামনে তিনজন যুবক তাকে ধর্ষণ করেন।
পরে তার স্বামী ছুটে গিয়ে নতুন ডিসি লেকের কাছে সদর পুলিশ ফাঁড়ির কর্তব্যরত পুলিশ সদস্যকে জানালে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে । বর্তমানে ওই নারী চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, রাতে সংবাদ পেয়ে ভিকটিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন ধর্ষক ও ধর্ষণের কাজে সহযোগিতা করা আরও দুজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নারায়ণ চন্দ্র সাহা বলেন, ভোর ৫টার ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার ডাক্তারি পরীক্ষা চলছে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।