![]() |
| বামে টাঙ্গাইল থেকে গ্রেফতার বখাটে তানিন তালুকদার ও তার অত্যাচারে আত্মহত্যায় নিহত কিশোরী ছোঁয়া |
সেবা ডেস্ক: আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ টায় টাঙ্গাইল শহর থেকে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সরিষাবাড়ী সালমা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী অন্তরা সাহা আত্মহত্যা মামলার অন্যতম আসামী মো. তানিন তালুকদার (১৭) কে জামালপুর জেলার সরিষাবাড়ী থানা পুলিশ গেফতার করে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জামালপুরের সরিষাবাড়ীতে তালুকদার পরিবারের উত্তরসূরী তানিম তালুকদারের লালসার শিকার হয়ে অন্তরা সাহা তার নিজ বাড়ীতে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল।
এ ঘটনায় নিহত অন্তরা সাহা ছোঁয়া’র বাবা বাদি হয়ে পার্শ্ববর্তী মুলবাড়ি গ্রামের তালুকদার পরিবারের উত্তরসূরী মতি তালুকদারের ছেলে বখাটে তানিন তালুকদারসহ (২৫) ৩/৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বখাটের সহযোগী রিয়াদ তালুকদারকে আটক করেছে পুলিশ।
নিহতের বাবা নারায়ণ সাহা অভিযোগ করেন, মুলবাড়ি গ্রামের শামিম তালুকদার পরিবারের ছত্রছায়ায় প্রভাবশালী মতি তালুকদারের ছেলে, বিএনপি নেতা তানিন তালুকদার ও কয়েকজন বিএনপি’র বখাটে দীর্ঘদিন ধরে ছোঁয়াকে স্কুলে যাতায়াতের পথে টানা উত্যক্ত করে আসছিল। বিষয়টি তানিনের পরিবারের কাছে বারবার বিচার চেয়েও লাভ হয়নি। ধারাবাহিক উত্যক্তের জেরে গত ২০ এপ্রিল তানিন রাস্তায় ছোঁয়াকে মুখ চাপা দিয়ে জড়িয়ে ধরে জোরপূর্বক মোবাইলে সেলফি তোলে এবং কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হলে তানিন ওই সেলফিটি ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। এ নিয়ে ৩দিন ধরে সে মনমরা ছিল। লাঞ্ছনা সইতে না পেরেই সে আত্মহত্যা করে বলে পরিবারের লোকদের দাবি। ঘটনার পরই তানিন ও তার সহযোগীরা পালিয়ে যায়।
সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যায় প্ররোচনার প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে মেয়েটির বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মঙ্গলবার একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় নিহত অন্তরা সাহা ছোঁয়া’র বাবা বাদি হয়ে পার্শ্ববর্তী মুলবাড়ি গ্রামের তালুকদার পরিবারের উত্তরসূরী মতি তালুকদারের ছেলে বখাটে তানিন তালুকদারসহ (২৫) ৩/৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বখাটের সহযোগী রিয়াদ তালুকদারকে আটক করেছে পুলিশ।
নিহতের বাবা নারায়ণ সাহা অভিযোগ করেন, মুলবাড়ি গ্রামের শামিম তালুকদার পরিবারের ছত্রছায়ায় প্রভাবশালী মতি তালুকদারের ছেলে, বিএনপি নেতা তানিন তালুকদার ও কয়েকজন বিএনপি’র বখাটে দীর্ঘদিন ধরে ছোঁয়াকে স্কুলে যাতায়াতের পথে টানা উত্যক্ত করে আসছিল। বিষয়টি তানিনের পরিবারের কাছে বারবার বিচার চেয়েও লাভ হয়নি। ধারাবাহিক উত্যক্তের জেরে গত ২০ এপ্রিল তানিন রাস্তায় ছোঁয়াকে মুখ চাপা দিয়ে জড়িয়ে ধরে জোরপূর্বক মোবাইলে সেলফি তোলে এবং কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হলে তানিন ওই সেলফিটি ফেসবুকে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। এ নিয়ে ৩দিন ধরে সে মনমরা ছিল। লাঞ্ছনা সইতে না পেরেই সে আত্মহত্যা করে বলে পরিবারের লোকদের দাবি। ঘটনার পরই তানিন ও তার সহযোগীরা পালিয়ে যায়।
সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যায় প্ররোচনার প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে মেয়েটির বাবা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মঙ্গলবার একটি মামলা দায়ের করেছেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।