
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন, এই প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাঁওয়ে দেশীয় ফলমুল ও সবজি মেলা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার সদও উপজেলার বুড়িহাট উচ্চ বিদ্যালয় চত্বরে দেশীয় উৎপাদিত ফলমুল ও সবজির পুষ্টির গুনাগুন তুলে ধরে জেলা স্বাস্থ্য বিভাগ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এই মেলার আয়োজন করে।
এর আগে স্বাস্থ্য সুস্থ ও সবল রাখতে সুষম নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা হয় ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পৃথ্বীরাজ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. আবু মোহাম্মদ খয়রুল কবির , পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে শতাধীক দেশীয় ফলের চারা বিতরণ করা হয়।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।