
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর।। আজ ৬এপ্রিল জামালপুরের দেওয়ানগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন আজ আসছেন।
জানা গেছে,উপজেলার বাহাদুরাবাদ ঘাট নৌ থানা নবনির্মিত তিনতলা বিশিষ্ট ভবন উদ্বোধন ও দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে জনসভায় যোগদানের লক্ষ্যে তিনি দেওয়ানগঞ্জ আসছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আগমন উপলক্ষ্যে জেলা পুলিশ আয়োজনে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শনিবার হেলিকপ্টারযোগে দেওয়ানগঞ্জ উপজেলা হেলিপ্যাডে অবতরণ করে ১১টায় বাহাদুরাবাদ ঘাট নৌ থানা উদ্বোধন শেষে দুপুরে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখবেন,প্রধান অতিথি আসাদুজ্জামান খাঁন। এতে প্রধান বক্তা হিসাবে হিসাবে উপস্থিত থাকবেন অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, বিপিএম (বার)।
এছাড়াও জনসভায় আলহাজ্ব মির্জা আজাম এমপি, আবুল কালাম আজাদ এমপি, ফরিদুল হক খান এমপি, মোজাফ্ফর হোসেন এমপিসহ জেলা আওয়ামীলীগ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।