পাঁচ দেশের ১৯ পর্যটক আর ভি বেঙ্গল গঙ্গা জাহাজে এল বাংলাদেশে

S M Ashraful Azom
0
পাঁচ দেশের ১৯ পর্যটক আর ভি বেঙ্গল গঙ্গা জাহাজে এল বাংলাদেশে
সেবা নিউজ ডেস্ক: দীর্ঘ সত্তর বছর পর সুন্দরবনের বুক চিরে দীর্ঘপথ পাড়ি দিয়ে দেশে এসেছে কলকাতার পর্যটকবাহী জাহাজ আর ভি বেঙ্গল গঙ্গা। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া ও ভারতের ১৯জন ভ্রমণপিপাসু ছিলেন এই জাহাজে। এছাড়া এসেছেন নৌ-যানটির ৩০ জন ক্রু।

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পাগলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মেরি এন্ডারসন ভিআইপি জেটিতে ৫ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় এসে নোঙর করে জাহাজটি। এ সময় নদীবন্দরের যুগ্ম-পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা পর্যটকদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

গত ২৯ মার্চ দুপুর সাড়ে ১২টায় ভারতের কলকাতার খিদিরপুর বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় আর. ভি. বেঙ্গল গঙ্গা। পশ্চিমবঙ্গের হলদিয়া রুট হয়ে সাতক্ষীরার শ্যামনগর দিয়ে এর পরদিন সন্ধ্যায় খুলনার আন্টিহারা বন্দরে জাহাজটি যাত্রীদের ইমিগ্রেশনের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর সুন্দরবন, বাগেরহাটের মংলা, বরিশাল ও চাঁদপুর হয়ে সবশেষ গন্তব্য নারায়ণগঞ্জে এসে পৌঁছায়।

সম্প্রতি ৭০ বছর পর বাংলাদেশ-ভারতে পর্যটকবাহী জাহাজ চালু হয়। গত ২৯ মার্চ কলকাতার উদ্দেশে মেরি এন্ডারসন ভিআইপি জেটি থেকে রওনা দেয় বিআইডব্লিউটিসির ক্রুজ শিপ এম.ভি. মধুমতি।


⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top