এ বছ‌রেই চালু হ‌চ্ছে স্বপ্নের মে‌ট্রো‌রেল

S M Ashraful Azom
0
এ বছ‌রেই চালু হ‌চ্ছে স্বপ্নের মে‌ট্রো‌রেল
শামীম তালুকদার:  ২০২০ সালের মধ্যে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালুর লক্ষে কাজ চলছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এ লক্ষে ২০১৯ সালের মধ্যেই শেষ করা হবে রেললাইন স্থাপনের ভায়াডাক্ট স্থাপনসহ পূর্ত কাজের পুরো অংশ। এদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে এ নির্মাণ কাজের কারণে ভোগান্তি যেন না বাড়ে সে লক্ষে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কর্তৃপক্ষ।

দিন কি রাত। শুধু কাজ আর কাজ। প্রথম ধাপে এরই মধ্যে দৃশ্যমান হয়েছে রেললাইনের ৩ কিলোমিটার ভায়াডাক্ট। জোরে-শোরেই চলছে মেট্রোরেলের দ্বিতীয় ধাপ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও।

মেট্রোরেল প্রকল্পের কর্মীরা বলেন, ‘কাজ ২৪ ঘণ্টা চলে। রাত্রে লাইটে লাগিয়ে মেশিনের সাহায্যে সব কাজ করা হয়।’

মেট্রো রেলের ২০ কিলোমিটারের মধ্যে দুই বছরে পুরোদমে কাজ চলেছে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও। গেল বছর আগস্ট থেকে শুরু হয় মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ। শহরের প্রাণকেন্দ্র ফার্মগেট কাওরান বাজার বাংলামোটর শাহবাগের মতো এলাকায় দ্বিতীয় ধাপের নির্মাণ কাজ কতটা এগিয়েছে জানতে চাইলে ঢাকা মাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ‘সার্বিক ভাবে এই অংশে ৬ শতাংশ সম্পন্ন হয়েছে। আমরা বিশ্বাস করি ১ বছর ৯ মাসের মধ্যে আমরা সম্পন্ন করতে পারবো।’

আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত ৩ কিলোমিটার লাইনে এখন চলছে পাইলিংয়ের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্প এলাকার মাটির তলদেশের ইউলিটি তার স্থানান্তর ও চেক বোরিং। এ এলাকার ৩টি স্টেশনসহ মতিঝিল পর্যন্ত ৭টি স্টেশনের জন্য ভূমি অধিগ্রহণ শেষে নির্মাণ কাজও চলছে সমানতালে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ‘মিরপুরে আমরা ১১ মিটার অকুপায় করে ছিলাম। এখানে প্রথম যখন আমরা চেক বোর্ডিং করেছি, আমরা সেটা ছোট্ট জায়গা আড়ায় বা তিন মিটার করেছি। যখন ভায়াডাক্ট নির্মাণ শুরু হবে তখন ১১ মিটারে যাবো।’
এ কর্মকর্তা জানান, নভেম্বরেই জাপান থেকে দেশের মাটিতে আসবে মেট্রোরেল। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও এবং আগামী বছর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলবে বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল।



⇘সংবাদদাতা: শামীম তালুকদার
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top