
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। ধুনট উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্বে করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী প্রধান আবু কাউছার, শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী শেখ, উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) জিনাত রেহানা, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তা, শ্রমিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
⇘সংবাদদাতা: রফিকুল আলম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।