রৌমারীতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

S M Ashraful Azom
0
 রৌমারীতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা
রৌমারী প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিকে রৌমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১০এপ্রিল (বুধবার) রাত ৮টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও অভিযোগ সুত্রে জানা গেছে, সাইফুল ইসলাম বারবান্দা আনন্দ বাজার থেকে বাড়ি ফেরার সময়ে কবরস্থান সংলগ্ন এলাকায় আগে থেকেই ঔতপেতে থাকা একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে জুয়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে। সাইফুলের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীদল পালিয়ে যায়। পরে আহত ব্যক্তিকে রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করে দেয়।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোমেনুল ইসলাম জানান, আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাত্ত করা হয়েছে। এতে প্রচুর রক্ত ক্ষরণ ও আশংকাকাজনক হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সাইফুলের স্ত্রী নুরন্নাহার অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আমার স্বামী আওয়ামীলীগের সমর্থক হয়ে কাজ করার অপরাধে ক্ষিপ্ত হয়ে শিবিরকর্মী জুয়েল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আমি তার বিচার দাবী করছি।

এঘটনায় সাইফুলের স্ত্রী নুরন্নাহার বাদী হয়ে জুয়েলসহ ৬জনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার জিআর নং ৬৩/২০১৯ ইং।

রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামী ধরার চেষ্টা চলছে।


⇘সংবাদদাতা: রৌমারী প্রতিনিধি
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top