
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের আমবাড়িয়া নামক স্থানে একটি মাইক্রোবাস ও বিপরীতমুখী ব্যাটারী চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩ জন অাহত হয়। আহত হামিদুর রহমান মুক্তিকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
নিহত হামিদুর রহমান মুক্তি বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামের মনসের আলীর ছেলে।
আহতরা হলেন, বেলকুচি পৌর এলাকার চালা অফিস পাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রেজাউল করিম (৩০), উপজেলার রাজাপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সেলিম রেজা (৩৫)। এদেরকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হসপিটালে চিকিৎসা দেয়া হচ্ছে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, থানা এলাকার আমবাড়িয়া নামক স্থানে সড়ক দূর্ঘটনা ঘটে এতে ৩ জন আহত হয়। আমরা ঘাতক মাইক্রবাস ও অটোরিকশা জব্দ করেছি।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।