![]() |
| ছবি: উপজেলা প্রশাসন এর ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া |
গত ৬ মে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীনের সমন্বয়ে বকশীগঞ্জ সদরের বাস স্ট্যান্ড, মালিবাগ মোড় এবং পান হাটি এলাকায় অভিযান চালিয়ে অটো রিকশা, ভ্যান, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন প্রকার যানবাহনে লাগানো প্রায় পাচ শতাধিক এলইডি লাইট অপসারণ করা হয় এবং সেই সাথে গাড়ীর চালকদের সতর্ক করা হয়।
উল্লেখ্য, ইতঃপূর্বে নিজ উদ্যোগে এলইডি লাইট অপসারণের জন্য মাইকিং করে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। যানবাহনে এলইডি লাইট অপসারণে উপজেলা প্রশাসন দৃঢ়সংকল্প। এ সংক্রান্ত অভিযান অব্যাহত থাকবে।
⇘সংবাদদাতা: সেবা ডেস্ক


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।