
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও বেলকুচি সরকারী কলেজের সাবেক প্রভাষক স্বর্গীয় অসিত বরণ চৌধুরী স্বপনের ৪র্থ মৃত্যুে বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি এ্যাড,শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান-১ আরিফুল ইসলাম সোহেল, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বৈদ্যনাথ রায়, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা ও নজরুল একাডেমীর দপ্তর সম্পাদক শাহাদৎ হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রউফ কমল, স্বর্গীয় অসিত বরণ চৌধুরী স্বপনের জৈষ্ঠ পুত্র সুভ্রত চৌধুরী ছোটন প্রমুখ।
এসময় বেলকুচি প্রেসক্লাবেরর সকল সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ স্বরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।