
রকি চন্দ্র সাহা, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে মাদকের বিশেষ অভিযান কালে এক মাদক বিক্রেতা নিজেকে পুলিশের হাত থেকে বাঁচাতে দুই বিল্ডিংয়ের ফাঁকে লুকাতে গিয়ে মরণ ফাঁদে আটকেছে। গতকাল ৯ মে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার উত্তর ঠাকুর বাজারে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই দিন রাতে মাদকের বিশেষ অভিযান চলাকালিন পৌর শহরের পূর্ব উপলতা কাজী বাড়ির খোকন ওরফে সিষ্টেম খোকন (৫২) পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজেকে লুকাতে যশোরীর দুই বিল্ডিংয়ের মাঝখানে মরণ ফাঁদে আটকে যায়। রাত ১১ টায় ঘটনাটি জানাজানি হলে পুলিশ তাকে উদ্ধারে সর্বোচ্চ ভূমিকা পালন করে। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শেখ রাসেল, অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এলএলবিসহ পুলিশের অন্যান্য অফিসার উপস্থিত ছিলেন। আটকে যাওয়া খোকনকে বাঁচাতে ছুটে আসে স্থানিয় ফায়ার সার্ভিস। সকলের ব্যর্থতা গুছাতে হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোতালেব তালুকদারের নেতৃত্বে বিশেষ টিম দেয়াল কেটে তাকে বের করার চেষ্টা করছে।
সরেজমিনে দেখা যায়, এরই মধ্যে আটকে যাওয়া খোকন অতিরিক্ত গরম আর শরীরের সামর্থ কমতে থাকায় সে দূর্বল হয়ে পড়েছে। এ অবস্থায় তাকে খাওয়ার পানি এবং কৃত্রিম বাতাস দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন উদ্ধারিরা। প্রায় আড়াই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে অবশেষে রাত দেড়টায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শেখ রাসেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই এবং ওই বিল্ডিংয়ের সম্ভাব্য সকল কক্ষ তল্লাশি করি। এক পর্যায়ে খোকনকে দুই বিল্ডিংয়ের ফাঁকে আটকে থাকতে দেখি এবং প্রায় আড়াই ঘন্টাকাল ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট যৌথ ভাবে উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে । তার বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা রুজু করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
⇘সংবাদদাতা: রকি চন্দ্র সাহা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।