
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বগুড়ার ধুনট উপজেলায় গাছের ডাল ভেঙ্গে মাথার উপর পড়ে নানা ও নাতনি নিহত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের সাকার আলীর ছেলে ইসমাইল হোসেন (৫৫) ও তার নাতনি একই গ্রামের বকুল হোসেনের মেয়ে বিথি আকতার (৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা হাট বার। ওই হাটে বাজার সয়দা করতে নাতনি বিথি আকতারকে সাথে নিয়ে হাটে আসেন ইসমাইল হোসেন। হাটের মাঝ খানে বড় আকারের একটি বট গাছ রয়েছে। বৃষ্টির কারনে ওই গাছের নীচে আশ্রয় নেয় নানা-নাতনি। এদিকে ফণীর প্রভাবে ঝড়ো হাওয়ায় বট গাছের একটি ডাল ভেঙ্গে নানা নাতনির মাথার উপর পড়ে। আহত অবস্থায় নানা নাতনিকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয় লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নানা ও নাতনির মৃত্যু হয়েছে।
ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাফিজুর রহমান নানা নাতনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ফণীর প্রভাবে গাছের ডাল ভেঙ্গে পড়ে নানা নাতনির আহত হয়। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তাদের মৃত্যু হয়েছে।
⇘সংবাদদাতা: রফিকুল আলম

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।