
সেবা ডেস্ক: যে কোন মুল্যে গাইবান্ধা জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলার মানবিক পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি টিম গোপন সংবাদ এর ভিত্তিতে গাইবান্ধা সদর থানাধীন তিন রাস্তার মোড় হইতে ৩০ মে রাত্রে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আবূুল পহাবক কে ১০০ গ্রাম অবৈধ গাঁজাসহ গ্রেফতার করা হয়।
প্রাপ্ত আলামত ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় সে একজন মাদক ব্যবসায়ী।তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া অন্য একটি ঘটনায় গাইবান্ধা শহরে মাতলামি করার দায়ে দুইজনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হইলে তাহাদের ৭ দিনের কারাদন্ড প্রদান করেন। এখবর নিশ্চিত করেন ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।