
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শিশু উন্নয়নে পৌরসভার সাথে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও পৌরসভা শিশু ফোরামের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় মঙ্গলবার দুপুরে পৌরসভা হল রুমে এ সংলাপটি অনুষ্ঠিত হয়।
শিশু উন্নয়নে বাজেট বরাদ্দ বিষয়ক সংলাপ অনুষ্ঠানে বক্তব্য দেন, ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, প্যানেল মেয়র রমজান আলী, পৌরসভার সচিব রাশেদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভা শিশু ফোরামের সদস্য শারমিন আক্তার, মাহিম হোসেন।
সংলাপ অনুষ্ঠানে পৌর মেয়র মির্জা ফয়সল আমীন বলেন শিশুদের জন্য আগামী বাজেটে বরাদ্দ বাড়ানো হবে এবং শিশুরা মাদক থেকে দূরে থাকতে খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চার যে বিষয়গুলি রয়েছে, সেগুলির দিকে বিশেষ বরাদ্দ রাখবেন ।
⇘সংবাদদাতা: হাসান বাপ্পি

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।