
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় সমাজসেবা মূলক সংগঠন স্বপ্নসেবার উদ্যোগে হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহানা।
ঈদ সামগ্রী বিতরণ পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বপ্নসেবা সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি আব্দুল জলিল, স্বপ্নসেবা সংগঠনের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন, সদস্য ব্যবসায়ী আশাদুল ইসলাম, শিক্ষক এনামুল হক, সোহেল রানা, বিভূতি ভূষন শুভ, রাসেল মাহমুদ, জান্নাত ও রোমান প্রমুখ।
প্রসঙ্গত অনুষ্ঠানে প্রধান অতিথি ৩৫ জন হতদরিদ্র দৃষ্টি প্রতিবন্ধির মাঝে বিনামূল্যে ঈদ সামগ্রী হিসেবে নতুন শাড়ি, লুঙ্গি, জামা, তেল, সাবান, লাচ্চা, চিনি ও মুশুর ডাল বিতরণ করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।