ঢাবি থেকে বহিস্কার হচ্ছে প্রশ্ন ফাঁসে জড়িতরা

S M Ashraful Azom
0
ঢাবি থেকে বহিস্কার হচ্ছে প্রশ্ন ফাঁসে জড়িতরা
সেবা ডেস্ক: বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলার অভিযোগপত্রে বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর নাম এসেছে তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এটি করতে তারা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে না বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর গোলাম রাব্বানী।

তিনি বলেন, যাদের নাম এসেছে তারা কালপ্রিট। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা অবশ্যই এদের সবাইকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করব, এ জন্য আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করা হবে না। পুলিশের পক্ষ থেকে এরপর অধিকতর তদন্ত করা হলে সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হবে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বলেন, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করেছে। উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুন্দর প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। এদের সামান্যতম ছাড় দেয়া হবে না। যারা দোষী তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

দীর্ঘ তদন্ত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নফাঁস মামলার অভিযোগপত্র আজ বৃহস্পতিবার প্রস্তুত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭ জন শিক্ষার্থীসহ ১২৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশের অর্গানাইজড ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলামের নেতৃত্বে দেড় বছর সময় নিয়ে এই তদন্ত শেষ হয়। তদন্ত চলাকালীন ৪৭ জন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। যাদের একজন বাদে সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এদিকে সিআইডির দেয়া চার্জশিটে প্রশ্ন ফাঁসচক্রের যেসব হোতাদের নাম এসেছে, তাদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আক্তার হোসেন বলেন, দলীয় পরিচিতি কাজে লাগিয়ে আইনের ফাঁক দিয়ে কোনো অপরাধী যেন পার না পায়, সেই বিষয়ে সবাই সজাগ দৃষ্টি রাখবেন। আমরা চাই অপরাধীর বিচার হোক এবং প্রশ্ন ফাঁসের মতো জাতি বিধ্বংসী অপরাধ বন্ধ হোক।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলে অভিযান চালিয়ে মামুন ও রানা নামের দুই শিক্ষার্থীকে গ্রেফতার করে সিআইডি। এই ২০১৭ সালের ২০ অক্টোবর শাহবাগ থানায় মামলা হয়। পরে তদন্তে প্রশ্ন ফাঁস চক্রের কাজ সম্পর্কে বিস্তারিত জানা যায়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top