
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে নকল কীটনাশক কারখানা সিলগালাসহ ২০ হাজার টাকা জরিমানা করেছে।
১২ মে বিকেল ৪টার দিকে বাঘাডোবা এলাকার আরজবাগদি গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল কীটনাশক জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট-মেলান্দহ ইউএনও তামিম আল ইয়ামীন মোবাইল কোর্ট পরিচালনা করেন।
কৃষি কর্মকর্তা ড. মাহফুজুল হক জানান-জাহিদ নামে এক লোক দীর্ঘদিন থেকে নকল কীটনাশক তৈরি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কারখানায় অভিযান পরিচালনা করেন।
এ সময় কারখানার মালিক জাহিদ পালিয়ে যায়। পরে তার কর্মচারির মাধ্যমে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সাথে কারখানা থেকে প্রায় দেড় মে:টন কীটনাশক জব্দ করা হয়।
⇘সংবাদদাতা: জামালপুর সংবাদদাতা
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।