
রফিকুল আলম,ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের কৈয়াগাড়ি-বরইতলি যমুনা নদীর ডান তীর সংরক্ষন প্রকল্পে অসময়ে ভাঙন দেখা দিয়েছে। ফলে ৩ বছর আগে প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৩০০ মিটার দৈর্ঘ্য প্রকল্পটি নদী গর্ভে বিলীন হচ্ছে।
রোববার ভোর ৪ টার দিকে ভাঙন শুরু হয়ে দুপুর পর্যন্ত কৈয়াগাড়ি-বরইতলি ঘাট এলাকায় ডান তীর সংরক্ষন প্রকল্পের ৩ স্থানে প্রায় ১০০ মিটার অংশ নদী গর্ভে বিলীন হয়েছে। অব্যাহত ভাঙনের ফলে যমুনা পাড়ের মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর যমুনা নদীর ভয়াবহ ভাঙনে তীরবর্তি গ্রামের বাড়িঘর, আবাদি জমিসহ অবকাঠামো নদী গর্ভে বিলীন হয়েছে। এই ভাঙন ঠেকাতে ২০১১ সালে যমুনা নদীর ডান তীর সংরক্ষন প্রকল্পের কাজ হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ওই প্রকল্পের আওতায় ২০১৫-২০১৬ অর্থ বছরে কৈয়াগাড়ি-বরইতলি গ্রামের সামনে ৩০০ মিটার দৈর্ঘ্য তীর সংরক্ষন প্রকল্পের কাজ করা হয়। এতে ব্যায় হয়েছে প্রায় ১২কোটি টাকা।
সরেজমিনে দেখা যায় নদীর পাড় করে তার উপর জিও চট বিছানো হয়েছে। সেই জিও চটের উপর সিসি বøক প্রতিস্থাপনের মাধ্যমে প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। এ অবস্থায় রোববার ভোরে হঠাৎ করেই প্রকল্প এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভয়াবহ ভাঙন ধেয়ে আসছে যমুনা পাড়ের দিকে। এতে চরের আবাদি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। যমুনা পাড়ের বসতবাড়ি থেকে ভাঙন স্থানের দুরত্ব প্রায় ৫০ মিটার। এ কারনে যমুনা পাড়ের মানুষের মাঝে ভাঙন আতংক বিরাজ করছে।
উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে যমুনা নদীর পানি বাড়তে শুরু করে। অসময়ে পানি বৃদ্ধির সাথে ¯্রােতের গতি বৃদ্ধি পেয়েছে। একারণে পানিতে প্রবল বেগে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে তীর সংরক্ষন প্রকল্পে ভাঙন দেখা দিয়েছে। জরুরী ভাবে মেরামত না করা হলে পানির প্রবল ¯্রােতে প্রকল্পের পুরোটাই নদীতে বিলীন হবে। এতে বন্যানিয়ন্ত্রন বাঁধ ভাঙনের ঝুকিতে পড়ার আশংকা রয়েছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারি প্রকৌশলী আসাদুল হক বলেন, নদী ভাঙনের বিষয়টি কেউ অবগত করেনি। তারপরও খোঁজ খবর নিয়ে প্রকল্পের ক্ষতিগ্রস্থ অংশে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর ব্যবস্থা করা হবে।
⇘সংবাদদাতা: রফিকুল আলম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।