
সেবা ডেস্ক: দুজনেই হার্ডহিটার; বোলারদের জন্য আতঙ্কের নাম। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স হুট করেই অবসর ঘোষণা করে দিয়েছেন।
তবে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন ক্রিস গেইল। আজ শুক্রবার পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে হটিয়ে বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাকানোর রেকর্ডটি নিজের করে নিলেন 'দ্য ইউনিভার্স বস'।
এই ম্যাচর আগে ৩৭ ছক্কা নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন ডি ভিলিয়ার্স ও গেইল। তবে আজ এককভাবে শীর্ষ স্থান দখল করলেন ক্যারিবীয় দানব। চলমান বিশ্বকাপে আজ শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে হাসান আলীর বলে প্রথম ছক্কা মেরে সংখ্যাটা ৩৮ করেন ওয়েস্ট ইন্ডিজের গেইল। শেষ পর্যন্ত তিনটি হাকিয়ে সংখ্যাটা ৪০-এ নিয়ে যান তিনি।
পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে জয় পাওয়া ম্যাচে শেষ পর্যন্ত ৩৪ বলে ৩ ছক্কা ও ৬টি চারের সাহায্যে ৫১ রান করেন গেইল।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।