
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট থানা পুলিশের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে ধুনট থানা চত্ত¡রে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা (বিপিএম বার)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি গোলাম সোবাহান, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার ও ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।