
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে ঝড়ে ঘরের উপড় গাছ পড়ে মঞ্জিল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা বিউটি খাতুন (২৫)।
সোমবার (২০ মে) সন্ধ্যার পর উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামে ওয়াপদা বাধে এ ঘটনা ঘটে। মঞ্জিল ওই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। আহত বিউটি খাতুনকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন জানান, হতদরিদ্র হাফিজুল তার পরিবার নিয়ে ওয়াপদা বাধের পাশে একটি ঘর তুলে বসবাস করতেন। সোমবা সন্ধ্যায় হঠাৎ ঝড়ে তার ঘরের উপর একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়ে। এতে ঘরে অবস্থান করা শিশু মঞ্জিল ঘটনাস্থলেই মারা যায়। এতে তার মা বিউটি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা এনায়েতপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাইফুর রহমান এই প্রতিবেদককে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত বিউটির চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেয়া হয়েছে।
⇘সংবাদদাতা: জহুরুল ইসলাম
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।