
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুুর প্রতিনিধি: বিড়ির উপর শুল্ককর প্রত্যাহার সহ ৭ দফা দাবীতে মানববন্ধন করেছে জামালপুর ইসলামপুরে বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা।
ইসলামপুরে বিড়ি শ্রমিক ফেডারেশনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর শহরের কিংজাল্লা পাকামুড়ি এমপির বাড়ী সংলগ্ন সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ইসলামপুরে বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি সালমান মিয়া ,সাধারণ সম্পাদক সৈয়দ মিয়া ,সাংগঠনিক সম্পাদক বিপুল মিয়া বক্তব্য রাখেন।
বক্তারা সিগারেটের মূল্য বৃদ্ধি করে বিড়ির দাম কমানো,ভারতের ন্যায় বাংলাদেশে বিড়িকে কুটির শিল্প হিসাবে ঘোষনা,বিড়ির শ্রমিকের ন্যায্য মুজুরি প্রদান,বিড়ির উপর শুল্ক কর প্রত্যাহার,বিদেশি সিগারেটের ব্যবসা এদেশ থেকে বন্ধ,অসহায় বিড়ির শ্রমিকদের ভাতা প্রদানের ব্যবস্থা,বিড়ি শ্রমিকদের স্বার্থে বিড়ি শিল্পকে টিকিয়ে রাখার দাবী জানান।
এ সময় তারা ৭দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
⇘সংবাদদাতা: লিয়াকত হোসাইন লায়ন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।