জিসান মাল্টিমিডিয়া বর্ণাঢ্য ঈদ আয়োজন

S M Ashraful Azom
0
জিসান মাল্টিমিডিয়া বর্ণাঢ্য ঈদ আয়োজন
সেবা ডেস্ক:  পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বরাবরের মতো জিসান মাল্টিমিডিয়া এবারও কিছু সংখ্যক অডিও ও মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। জিসান মাল্টিমিডিয়ার এবারের আয়োজনে থাকছে দর্শক-শ্রোতারা বিভিন্ন ধারার গান দেখতে এবং শুনতে পারবেন। আশা করি দর্শক-শ্রোতাদের গান গুলি ঈদের আনন্দকে আরো আনন্দময় করে তুলবে।

সালমার’র ‘কে যে কখন’ মিউজিক ভিডিও 

এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী সালমার ধামাক নিউ মিউজিক ভিডিও “কে যে কখন”। মাহমুদ মানজুরের কথায় নাজির মাহমুদ এর সুরে করেছেন জনপ্রিয় সুরকার নাজির মাহমুদ ও গানটির সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। ভিডিওটিতে মডেল হয়েছেন নবাগত দুর্জয় সাফায়াত ও এসকে তৃষ্ণা। ভিডিওটি নির্মাণ করেছেন খান মাহি। মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে ১লা জুন সন্ধা ৭টায় জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই ঈদে সালমার এক মাত্র ‘কে যে কখন’ মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে।

ঈদ উপলক্ষে ‘কে যে কখন’ গানটি জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্ম জিপি মিউজিক,বাংলালিংক ভাইব ও রবি স্প্ল্যাশে  অ্যাপে গানটি প্রকাশিত হয়।

সেনিজ এর বিরহের নদী

ক্ষুদে গানরাজ খ্যাত কণ্ঠশিল্পী সেনিজ এর নতুন গান ‘বিরহের নদী’। গানটির কথা লিখেছেন লিমন আহমেদ। জিয়া উদ্দিন আলমের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন।
 ঈদ উপলক্ষে ‘বিরহের নদী’ শিরোনামে গানটি জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্ম জিপি মিউজিক,বাংলালিংক ভাইব ও রবি স্প্ল্যাশে  অ্যাপে গানটি প্রকাশিত হয়। ঈদের পরে গানের মিউজিক ভিডিওর প্রকাশ হবে বলে জানায় সেনিজ।
সেনিজ বলেন, ‌স্যাড এবং মেলোডিয়াস একটি গান এটি। এর কথার পাশাপাশি সুর, সঙ্গীত খুবই সুন্দর হয়েছে। আমি যেহেতু মেলোডি গানই বেশি করি এই গানটিও সেই ধাঁচেরই। আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

সিথি সাহা ও এফ এ প্রিতম এর "মায়া"

প্রথম এক সঙ্গে নাটকের গানে কন্ঠ দিলেন সিথি সাহা ও এফ এ প্রিতম। মায়া শিরোনামে শ্রুতি মধুর রোমান্টিক গানটির কথা লিখেছেন নতুন গীতিকার অনিক বাসাক। সুর করেছেন এফ এ প্রিতম। সঙ্গীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন । ‘মায়া’ গানটি জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্ম জিপি মিউজিক,বাংলালিংক ভাইব ও রবি স্প্ল্যাশে অ্যাপে গানটি প্রকাশিত হয়। "মায়া" শিরোনামের গানটি ব্যবহৃত হবে প্রতীক আহমেদ’র পরিচালনায় ঈদের বিশেষ নাটক "সেক্রিফাইসের গল্প"তে । নাটকটি প্রযোজনা করেছেন বাস এইচডি। সিথি সাহা ও এফ এ প্রিতমের গাওয়া এই গানটি সেক্রিফাইসের গল্প" নাটকে প্রেম রোম্যান্সে মাতবেন টিভি তারকা শাহরিয়ার নেওয়াজ জনি এবং তাসনিয়া ফারিন।

আরিফ ও টিনা রাসেল এর “মেঘের বাড়ি”

 ক্লোজআপ ওয়ান খ্যাত কন্ঠ শিল্পী আরিফ ও জনপ্রিয় গায়িকা টিনা রাসেল এর প্রথম ডুয়েট গান “মেঘের বাড়ি”। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। “মেঘের বাড়ি” শিরোনামের গানটি ব্যবহৃত হবে বি.উ শুভ’র পরিচালনায় ঈদের বিশেষ নাটক “মেঘের বাড়ি যাবো”তে । টিনা রাসেল আর আরিফের গাওয়া এই গানে নাটকে প্রেম রোম্যান্সে মাতবেন জনপ্রিয় টিভি তারকা অপুর্ব এবং মেহজাবিন চৌধুরী। “মেঘের বাড়ি” গানটি জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্ম জিপি মিউজিক,বাংলালিংক ভাইব ও রবি স্প্ল্যাশে অ্যাপে গানটি প্রকাশিত হয়।

মেহতাজ এর কন্ঠে নতুন গান ‘ফেলে আসা দিন’

কন্ঠশিল্পী মেহতাজ এর কন্ঠে গাওয়া নতুন গান “ ফেলে আসা দিন”। গীতিকার জিয়াউদ্দিন আলমের কথায় গানটির সুর করেছেন মেহতাজ ও সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। ‘ফেলে আসা দিন’ গানটি জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে মুঠোফোন প্রতিষ্ঠানের মিউজিক প্ল্যাটফর্ম জিপি মিউজিক,বাংলালিংক ভাইব ও রবি স্প্ল্যাশে অ্যাপে গানটি প্রকাশিত হয়েছে।

⇘সংবাদদাতা: সেবা ডেস্ক
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top